এখনও নেগেটিভ


জোনাকি টিপ সংক্রমণের কপালে
চুমু আঁকে,
ছড়িয়েছে তীব্র জ্বালা চোখের আনাচে কানাচে,
তবুও তোমার পজিটিভ আশঙ্কায়
অসুস্থ হৃৎপিন্ডটা সেলাই করে রেখেছি,
পৃথিবীর গুমড়ে আসা চিৎকারে
তারকাঁটায় বিদ্ধ এক খোলসহীন বৃদ্ধা,
অনন্ত বেদনাতেও  অক্ষর ভিজে না
স্থির অশ্রু
ভালো থাকা মানে ঠিক কতটা ভালো থাকা,
পরিমাপ টা এখনও আকাশ সীমানায়
লুকোচুরি খেলে,
হাত ধরো পৃথিবী
হাত ধরো প্রকৃতি
হাত ধরো প্রেমিকা
চিতা গন্ধ মাখি দৈবিক আলিঙ্গনে,


এক সুপ্ত কন্ঠস্বর ধুঁকে ধুঁকে বলে আমাকে,
কেমন আছো
কেমন আছো তুমি ?
ভালো
ভালো আছি
এখনও নেগেটিভ।


লেখা - ধীমান দাস
          বালুরঘাট