ঢেকে যাবো নীল মেঘে
এক চিলতে আকাশে মুখ ঢেকে দেখবো,
দশমীর বিসর্জন।
ওই চুলের খোঁপার গভীর অন্তরালে
বেড়ে ওঠা প্রেমের অসমাপ্ত
সলিল সমাধি।
নীল শাড়ির সমুদ্রে ভিজবো বলে
একটু একটু পথ কুঁড়িয়েছি,
আমার ভিক্ষার ঝুলিতে।
চেয়েছি নীল অভিসার
ডালিম গাছ হবো বলে,
ঘুমোবে যেখানে অনুভূতির ছোঁয়া।
ডাকে সাদা শালিকের ইশারা
শূন্য মনে বাসা বাঁধে,
মনের গোপন ভাঁজগুলো।
রঙিন স্বপ্নগুলো ছটফট করে
ক্লান্ত ঘুমে ঢেকে যায়,
নিস্তব্ধ সর্বনাশের মুহূর্ত।
একটু মৃত্যু ভিক্ষা চাই
নতুন করে বাঁচবো বলে,
একটু মৃত্যু ভিক্ষা চাই।


লেখা - ধীমান দাস
বালুরঘাট
০৫/১০/২০২১