একটু বৃষ্টি দেবে প্রিয়


শূন্য দুপুরে সাদাকালো ফ্ল্যাশব্যাক,পরকীয়া গল্পকথা,
যদি কখনো হারিয়ে যাই সাদাফুলের পাহাড়ে,
তোমার দেওয়াল ঘড়িটার হৃৎপিন্ডে,
বেজে উঠবো
বারবার।
ছুঁয়ে দেবে আমায়, ঘুমাবো আমি
রামধনু হয়ে মাটির কোলে,
একটু বৃষ্টি দেবে প্রিয়,
একটু বৃষ্টি।
ধুলোগন্ধগুলোকে মাখবো দুই গালের সুখ স্মৃতিতে,
নিজেকে খুঁজেছি অশুদ্ধ আঙিনার ছোঁয়াচে কোণায়,
একটু দূরে যেতে চাই প্রিয়
অনেক দূরে।
তুমি দাঁড়িয়ে থাকবে দরজার ওপার
কথা গুলো হাসবে আমার নীরব দর্শক হয়ে,
শেষ বৃষ্টি দিও প্রিয়
আমার ভালোবাসার সন্ধ্যা প্রদীপে,
লাল শালুকে মোড়ানো মাটির হাড়িতে,
ঘুমিয়ে আজন্ম আনন্দে
আবার দেখবো তোমাকে
কালপুরুষের তরবারির জ্বলজ্বল নক্ষত্রপুঞ্জ থেকে।


লেখা - ধীমান দাস
          বালুরঘাট