গোধূলি আলাপ
ধীমান দাস


জানালার ওপার গোধূলি আলাপ
প্রতিধ্বনি শুধু মিথ্যার প্রলাপ
দাঁতের আঁচড় কাটা রুটির টুকরো
শূন্য রাস্তায় ক্ষুধার্তের নক্ষত্র।


তখনো তোমার মেরুণ রঙের শাড়ির পাড়ে,
টলমল প্রেম শান্তির
ঠিকানা খোঁজে
জলহীন চোখ নীরব ভাষা বোঝে।


ভোর শিরোণাম ঘুমঘুম শাদা জলশরীর
ক্লান্ত শিরদাঁড়ায় একদিন হাসবে পৃথিবী,
মুখোমুখি আয়নায় দিন ও রাত
একাদশী বালিকা আঁকে একমুঠো ভাত।


নিবিড় প্রেম শয্যায় বালি বিছানা
সিঁথিতে নব বিদ্যুৎরেখা
তবুও পিছিল পথে যায় অভিসার
যেখানে জীবন শেষ শ্মশান পারাপার।


ধোঁয়া ওঠে            চোখ হাসে
             জ্বলে শতনাম
জন্ম ডাকে              বাঁচতে আবার
               জীবন প্রেমধাম।


লেখা - ১৯/০৫/২০২২
সময় - ২টা ৪৫মিনিট ( বিকেল)
স্থান - বালুরঘাট