কালরাত্রি বিভীষিকা লাবণ্যে


আজকাল খুব পিপাসা পায়, ছারখার পিপাসা
ঘুম তৃষ্ণায় আঁচড় কাঁটা নরখাদক জন্ম নেয়
কালরাত্রি বিভীষিকা লাবণ্যে।
বিষণ্ণ পৃথিবীতে জন্ম নিয়েছে গোধূলির স্তুতিপাঠ,
দীর্ঘতম শীতবালিকার রাত্রিবাস
আঁটোসাঁটো ইচ্ছেরা বালিস্নানে ব্যাথার দোতারা বাজায়
নিয়তির অসীম কালসমাধির মৃদু হাসিতে
ঘন্টা মিনিটের মাঝে,
আত্রেয়ী মাঝির চিরন্তন বৈঠা ঠোঁটে,
বস্তি মিছিলের কষ্ট সংলাপ ভিজিয়ে দিয়েছে
শীতবালিকার পিপাসাময় রাত্রিবীজ,
টুঙটাঙ ভাঙাচোরা প্রেম, সারস চোখে মৃত্যু ছোঁয়
কাক ভোরে ছায়ামানবী শ্যাওলা রাস্তার কোলে আদরঘুমে ব্যস্ত,
স্বপ্নগুলি আজ বার্ধক্য হামাগুড়ি দেয়,
কাগজের ঠোঙায় তাজাতাজা স্লোগান টগবগ করে
রাত্রিকালীন লকডাউনের ঘুটঘুটে কামড়ে,
পঞ্চাত্মায় জ্বলে ওঠে
আদি ওম সত্যতায়
পৃথিবীর প্রসব যন্ত্রণা।


লেখা - ধীমান দাস
         বালুরঘাট