শ্রাবনের এক অঝোরধারে
দেখেছি তোমায় ও রমণী;
এমন অরূপ রূপের বাহার
মোর নয়নে কভু ঝরেনি।


স্নিগ্ধ ওই আলতো মনে
স্মিত হাসি সে মধুর‌ক্ষণে;
ভাবনায় আমি আত্মহারা
নিদ্রাহারা দিবস-রজনী।


পুলকিত তব শরীরও ঘ্রানে,
ভাসাই প্রেম-ভেলা
ওই রূপেরও বানে;
হেলায় ভুলি জগত কাহিনী।


আলতা রাঙা পায়ে আসো
মুখে হাসি, হাতে কামিনী;
দেখেছি কত শয়নে তব
তুমি মোর প্রণয়িনী।