কর্মবিরতি পেয়ে যখন গৃহাশ্রয়ে
বুঝি গৃহস্থলীর কত কাজ!
তাই গৃহকর্মে একটু লাগাই হাত
নাহি করি কোন লাজ।


সময় যখন ঢের, করি সাহিত্যচর্চা,
কবিতাও পড়ি মনে মনে,
সহসা যেন হারিয়ে যাই
জানিনা কোন খানে!


কাজের ফাঁকে মাঝে মাঝেই
বেশ বেরিয়ে আসে ছন্দ,
তৎপরতার সাথে লিখে রাখি
লাগেনা যে মন্দ।


ছন্দগুলো জুড়ে জুড়ে
পরে বানাই কবিতা,
অনবরত পড়ে থাকি
যদি বাড়ে উচ্চতা।


অবসরে একটু খবর নিই
যত আছে বন্ধু-স্বজন,
গল্পে কখনো মেতে উঠি
করে টেলিফোন।


যান্ত্রিক জীবনে, পরিবারকে সময় দিতেও
যেন একটু অবসর প্রয়োজন,
তাই, ধন্যবাদ, হে কর্মবিরতি..
ধন্য এক টুকরো অবসর জীবন।