'আত্ম' শব্দটি ছোট হলেও
ভারি যে দীপ্তি,
সঠিক স্থানে বসলেপরে
তার বহুদূর ব্যাপ্তি।


তাই আত্ম দ্বারা কিছু বার্তা
চাই দিতে জনগণে,
প্রভাবিত করলে সবে
তৃপ্তি আসবে মনে।


হুঁশটা পারলে একটু এনো
স্বল্প হলেও রেখো মান,
সমাজে যে বাঁচতে হবে
নিয়ে 'আত্ম-সম্মান'।


জীবের জন্য এ জীবন
জীবেই বিরাজে ভগবান,
জীবে প্রেম করেই করো
তাঁর প্রতি 'আত্ম-নিবেদন'।


কেউ যদি সাহায্যের আশায়
কেন ভেবে ভেবে সন্ধিহান!
পরের তরে একটু করলে যে ভাই
হবেনা 'আত্ম-বলিদান'।


ভুল কাজ থেকে বিরত থাকো,
দুনিয়ায় অপরাধ হবে কম।
একটু চেষ্টা করে দেখোনা..
যদি করতে পারো 'আত্ম-সংযম'।


পেটের দায়ে করোনা চুরি-ডাকাতি,
(সবাই)বলবে অসভ্য, বর্বর।
আছে অনেক বিকল্প উপায়
খোঁজো, হও 'আত্ম-নির্ভর'।


জীবন যুদ্ধে টিকে থাকতে হবে,
নির্ভরশীলদের প্রতি দিতে হবে মনন।
হঠকারিতায় নিওনা সিদ্ধান্ত
করোনা 'আত্ম-হনন'।


সফল তোমায় হতেই হবে
এই করো তুমি পণ,
ব্যর্থ যদি হও তবে, প্রয়োজন
একটু 'আত্ম-বিশ্লেষণ'।


হও যদি তেজ বুদ্ধিদীপ্ত, জেনো
তা বিধাতার করুণা, নয় তোমার মহিমা।
তাই কাজে যদি আসো এ জগতকল্যাণে
কখনো করোনা 'আত্ম-গরিমা'।


জয়, হবে অবশ্যম্ভাবী
প্রয়োজন হবেনা কোন বৃথা আশ্বাস।
এই গুনটি বড় ভাল, যদি
গড়তে পারো 'আত্ম-বিশ্বাস'।