আমরা... আমরা উপকূলবাসী।
চোখের সামনে দেখি সর্বদা পৃথিবীর অগাধ জলরাশি।


এই জলরাশিই আমাদের বেঁচে থাকার মাধ্যম...
আমাদের জীবন।
প্রকৃতির আনুকূল্যে সামান্য চাষবাস, মৎস্য শিকার..
আর মরসুম ভিত্তিক একটু ব্যবসা, শিল্প যখন পর্যটন।


মাঝে মাঝে হঠাৎ বিধাতার রোষানলে
ভোগ করি ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়।
ধুলিস্যাৎ হয় ঘরবাড়ি, গবাদি ভেসে যায়
ওই জীবনই তখন, এই জীবনকে কেড়ে নিতে চায়।


এরূপ প্রতিকূল প্রকৃতিতে আমরা বড় অসহায়!
বিপর্যস্ত হয় স্বাভাবিক জীবনযাত্রা... থমকে যায়।
স্থানান্তরিত হই অন্যত্র, বাঁচার আশায়।
কেউ কেউ আবার..
এই দূর্যোগের মধ্যেই থেকে যায়
ভাঙা বাঁধে পিঠ ঠেকানোর জন্য,
যদি বাঁচানো যায়.. যা আছে অবশিষ্ট, নগন্য।


আমাদের এই করুন অবস্থা,
অনেকসময় হয়ে ওঠে...
অন্যের কাছে বিনোদনের বিষয়!
আর সংবাদমাধ্যমের কাছে টি.আর.পি বাড়ানোর উপায়।


এসব কিছুর প্রতি উদাসীন হয়ে.. উপেক্ষা করে,
এই দূর্যোগ কাটিয়ে আমরা আবার ফিরে আসি।
বেঁধে তুলি ভাঙা ঘর।


উপকূলে যখন আবার ঘটে পর্যটকের আগমন
এক সম্ভাবনাময় আশায় ঠোঁটের কোনে আবার ফুটে ওঠে হাসি।


হ্যাঁ, ঠিক এভাবেই বয়ে চলেছে আমাদের জীবন
আমরা.... আমরা উপকূলবাসী।