জন্মলগ্ন হতে লঙ্ঘিত সুদীর্ঘবর্ষ,
তবু আজও স্বল্প সংখ্যাবিশিষ্ট সৎ মানবজাতি
বড়ই দুষ্প্রাপ্য।


সময়ের ব্যবধানে মন যবে-
             নির্বাক-নিক্ষুব্ধ;
স্বল্প বাক্যব্যয়ে নির্জন মনে
ভাবনার উন্মেষ!এই বুঝি-
       পেলেম পরমাত্মার সাক্ষাৎ!


উদীরিত অভয়বানী
      করিব অসীম সংঘাত-
  পাইলেও মৃত্যুর হাতছানি!


সহসা চমকিত মন শোনে
  মিষ্টভাষী মানুষের মিথ্যা বচন।

একান্তে কহে মন নিশ্চুপে,
  আর প্রভাবিত নয় এ মধুর বচনে!


তবু আজও অতীতের কঠোর সত্যতা ভুলে-
মন ছুটে যায়, অভিনব ভুলের হাতছানিতে;


               ________