যখন আমি থাকব বেঁচে ধনী হয়ে এই পৃথিবীতে,
সুখের দিনে চাইব আমি দূরে থাকতে, মৃত্যু হতে।
হাসি-আনন্দে কাটবে যখন মোর সুখের দিন,
ভুলব তাদের এই জগতে আছে যত দীন।
আত্মীয়েরা করবে খাতির,যতটা পাবে ভয়,
ভাবব,সবাই মিত্র মোর,শত্রু কেহ নয়।
দেখব তখন হয়েছে অতীত,মোর সেই দুনিয়া,
সুখের পথ চলতে যখন পাব দুঃখের ঠিকানা।
যারা এতদিন মিত্র হয়ে করত মোরে মান্য,
তারাই চাইবে,করতে সাথে মোর সম্পর্ক ছিন্ন।
বুঝলাম যখন করার কিছু রইল না তো আর,
আসল তো নয়,নকলের পিছু ছুটছে জগত-সংসার।
ব্যাথা আর বেদনায় আচ্ছন্ন যখন হবে চতুর্দিক,
মৃত্যুকে বরণ করতে তখন জীবনকে দিই ধিক।
একদিন যখন নিভে যাবে মোর জীবন প্রদীপ,
পৃথিবী আলোকিত হবে তখন জ্বালিয়ে নতুন দীপ।
মোর স্মৃতি মুছে যাবে,যা ছিল পৃথিবীর পরে,
নতুন স্মৃতি জন্ম নেবে ধরনীর প্রান্তরে।
চাইব করতে প্রার্থনা তখন ঈশ্বরের দরবারে,
ধনী-গরিব সৃষ্টি যেন না হয় পৃথিবীর পরে।