ভয় পেয়েছে ভয় পেয়েছে
পুলিশ মন্ত্রী ভয় পেয়েছে!!
যে পেশার একটা মেয়ে ধর্ষিতা হয়েছে,
সেই পেশার সকল মানুষদের
স্লোগান শুনে, মিছিল দেখে, প্রতীকী শিরদাঁড়া, মস্তিষ্ক দেখে
পুলিশ মন্ত্রী ভয় পেয়েছেন।
কিন্তু সেই ভয় যেমন তেমন ভয় নয়।
সেই ভয় তাঁকে গ্ৰাস করেছে।
তাই তিনি তিলোত্তমার বিচার দিতে,
অপরাধী(দের) শাস্তি দিতে
আর পদত্যাগ করতে সাহস পাচ্ছেন না।
এই ভয়ের জন্যই সময় কম থাকার অজুহাত দেখিয়ে
তিনি ডাক্তারদের সঙ্গে বৈঠকটা ভেস্তে দিয়েছেন
আবার বলেছেন কিনা—
"চা খেয়ে যাও, নয়তো বাস ডেকে আনছি!"
ডাক্তাররা যে কষ্ট পেয়েছেন,
সেই কষ্ট অনুভব করতেও কি তিনি ভয় পাচ্ছেন?
আমরা জানি না, তাঁর কিসের ভয়।
ক্ষমতা হারানোর? গদি ছাড়ার? নাকি পদত্যাগের?
এটাই হয়,
ভয় যখন মানুষকে গ্ৰাস করে,
ভয়ের সীমা যখন বেড়ে যায়।
(১৫/০৯/২০২৪)