(সৌজন্য: আনন্দবাজার পত্রিকা)

বিহারের একটি নার্সের ওপর
চড়াও হয়েছে তিনজন মত্ত পুরুষ।
তাদের অন্যতম এক পুরুষ চিকিৎসক, ধর্ষক।
কোনোমতে রেহাই পেতে
সেই ধর্ষকের যৌনাঙ্গে ব্লেড লাগিয়েছেন নার্স।
বাকিরা হয়েছে গ্রেফতার।
মুক্তি পেয়েছেন সেই সাহসিনী পাশবিকতার হাত থেকে।

এই সাহসিনীর সাহসকে আমি জানাই
সংগ্রামী ও রক্তিম কুর্নিশ।
তিনি হাজার হাজার মেয়েদের মনে জোগাতে পেরেছেন
ভয়কে জয় করার শক্তি, এবং সাহস।
আমি আশা রাখি—
ভবিষ্যতে আমাদের মেয়েরাও সেই নার্সটির মতো
ধর্ষকের যৌনাঙ্গে ব্লেড লাগাতে পারবে,
অথবা তসলিমা নাসরিনের ভাষায়
ধর্ষককে ধর্ষণ করতে,
ওদের পুরুষত্ব নষ্ট করে দিতে পারবে।
তাতে ধর্ষক কোনো মেয়েকে হত্যা করার সাহস পাবে না,
কোনো তিলোত্তমা আর মরবে না।

আমি প্রার্থনা করি—
নার্সটির মতন সেই সাহস আর শক্তি
যেন হাজার হাজার প্রতিবাদী মেয়েদের মধ্যে থাকে।
সাহস আর শক্তির হোক জয়।


(১৪/০৯/২০২৪)