প্রতিদিন বিকেল চায়ের কাপে করে
তোমার ফেরার স্বপ্ন নিয়ে আসি।
চা ঠাণ্ডা হয়ে যায়,
আমার হৃদয়ও ধীরে ধীরে ঠাণ্ডা হয়ে যায়।

তবু অপেক্ষা করি—
কারণ যে পথ একবার তাকে দেখেছে,
সে জানে, আর কিছু না হোক,
স্মৃতিগুলো ঠিক সময়মতো ফিরে আসে।