এক ফোঁটা বৃষ্টিতে চাতক পাখি সবুজ
রক্তস্বল্পতায় ভুগছে।
যান্ত্রিকতার ভিড়ে সবুজের আল্ট্রাশোনিক ভাষা, হেডফোনের পাল্লায় পারেনি।
দাবানলে দগ্ধ পৃথিবীর ফুসফুস বিষাক্ত নিঃশ্বাসে ভরে গেছে।
আজ প্রোমোটারের ভয়ে ভীত সবুজ
বাঁচার রসদ খুঁজছে।


ধূসর হয়ে গেছে পল্লী রঙ কালের হাওয়ায়,
এখন জ্বলেনা পিদিম নিকোনো দাওয়ায়।
সবুজ ঘেরা পল্লী ওয়ালপেন্টিং হয়ে থেকে যাবে নতুন মনে।
একদিন সম্মুখ হবে প্রাণ সবুজ সংকটের রণে।