আবার একবার দৃষ্টি ফিরুক
স্বাধীনতার লড়াই চাই।
আবার একবার উচ্চকন্ঠে
তেজস্বীরই আওয়াজ চাই।


তোমার জমি তুমিই চোর
সমাজ এখন শাসনহীন,
তোমার টাকা চুরি হবে
অন্যের ব্যাংকে মিটবে ঋণ।


শিকল বেঁধে রাখা আছে
তোমার অধিকারের হাতে,
ভাঙলে শিকল জরিমানা
প্রশ্বাস পালাবে একলা রাতে।


তুমি ফসল ফলালেও
তোমার খাবার জুটবে না,
তোমার বন্ধ কারখানায়
চাবি খোলা চলবে না।


আজকে মানুষ মৃতপ্রায়
তবু স্বাধীনতার আওয়াজ চাই,
আজকে আমার মৃত্যু হলেও
অত্যাচারীর নিকেশ চাই।