চেয়েছিলাম
নদীর তীরে বসে থাকব অনেক্ষণ,
হঠাৎ একটা কালবৈশাখী ঝড়,
বালি উড়ে চোখে পড়তেই
আর দেখতে পেলাম না পৃথিবীটাকে।
একটা একটা করে বালিকণা
বাহির করতে করতে
চোখ দুটোকেই যে নষ্ট করে ফেললাম।
এখন কেমন যেন ভয় করে
বুকের মধ্যে একটা কাঁপুনি দিয়ে ওঠে।
একটা অন্ধকার পৃথিবী,
অন্ধকার আকাশ,
আর কোটি কোটি অন্ধকার নক্ষত্র।
সব যেন একই রকম
গ্রহ তারার পার্থক্য বোঝা যায় না।
সেদিন কেন দুই হাতে
চোখদুটি ঢাকলাম না,
ক্রুশবিদ্ধ দুই হাতে রক্তঝরা অবস্থায়
আমাকে বলা হয়েছিল,
প্রকৃতির সাথে বন্ধুত্ব করার জন্য
আমার মৃত্যুদণ্ড হতে পারে।