থাকনা সেই ইতিহাস,
সেই ভাঙা ইট,
সেই পাথরের মূর্তি খানি।
থাকনা সেই জীবাশ্ম
তোমার পায়ের প্রতিরূপ
আর ভাঙা আয়না খানি।
আজকে সময়ের স্রোতে
বেশতো ভেসে যায় সব,
আটকানোর প্রয়োজন নেই আর।
ইতিহাসের মাটি খুঁড়ে
আমায় আপ্লুত হতে নাইবা দিলে,
তবু তোমার ভাবাবেগে
আঘাত যেন না লাগে।
তুমি ভেসে যেও
সেই সুদূর ভবিষ্যতে,
আমি না হয় থাকলামি
অতীত ইতিহাসে।