জীবনটা কঠিন থেকে
আরও কঠিনতর,
ভোরের শিশিরে পা ভেজাতে
আজ অনেক ভয় করে।
সবুজ ঘাসের মাঠে
নির্ভেজাল আনন্দের প্রকাশ,
আরও একটা অতীত।
বিষ বিষ খেলায়
কোনদিন প্রাণ যাবে জানি না।
সব যেন মুত্যু দৌড়ে নেমেছি,
দৌড়ে এগিয়ে থাকার লড়াইটা তো
অনেক পুরানো,চিরকালের।
আর নিজেকে শেষ করার
এই আত্মঘাতী প্রতিযোগিতায়
নিজেকে পিছিয়ে রাখাটা খুব লজ্জার।
শেষ হতে হবেই তো একদিন,
তাহলে এখন কেন নয়?
এই সাহসী পদক্ষেপে
একদিন নিশ্চিহ্ন হবে মানবসভ্যতা।