এই টুকুতেই বিরক্তি?
এখনও তো লোডশেডিং হয়নি।
কেবল টিভির পর্দায়
চোখ রাখতে পারছো তো এখনও...।
ইন্টারনেট পরিষেবা ?
এখনও নিশ্চই সচলই আছে..।
একদিনের জন্য
এগুলো না থাকলে?
বিরক্তির সংজ্ঞাটা সত্যিই জানা যেত।


এই টুকুতেই বিরক্তি?
এখনও তো খাবার চাইলেই পাওয়া যায়।
রান্নার গ্যাস?
চাইলেই পেয়ে যাচ্ছো এখনও....।
পানীয় জলের পরিষেবা?
এখনও নিশ্চই সচলই আছে....।
একদিনের জন্য
এগুলো না থাকলে?
বিরক্তির সংজ্ঞাটা সত্যিই জানা যেত।


এই টুকুতেই বিরক্তি?
বিরক্ত তো তারা হবে ......
যারা আজও খাবারের সন্ধান করে আঁস্তাকুড়ে।
অভুক্ত সন্তানের কান্না সহ্য করতে হয়
বুকে পাথর চেপে।
বিরক্তির সংজ্ঞাটা তারা বুঝবেই কি করে......
অ , আ, ক , খ ,এর জ্ঞান নেই যে তাদের।