আজকের দেশে চলে অবহেলা
গতিহীন জীবনের চাকাটা,
অনাহারে মানুষের প্রাণ যায়
প্রাণ কেনে অপ্রান টাকাটা।


মুখদিয়ে রক্ত উঠে যায়
প্রাণ শেষ হতে বাকি একটু,
সরকার দেখে মজা নেওয়া হলে
ফ্রীতে পেতে চায় আরেকটু।


দুই টাকার চালে বেশ পেট ভরে
জনগন ভাত রাঁধে যতনে,
সেই ভাত ডাইনিং টেবিলেতে
মাখা হয় সুস্বাদু মটনে।


শাসনের অবহেলা চারিদিকে
স্বাধীনতা ভেঙে ভেঙে সবশেষ,
আমরাই জনগন মাথামোটা
হাসিমুখে ভোট দিই অবশেষ।