রাতের বেলায় দিনকে খুঁজি
দিনের বেলায় রাত,
চিন্তাহীন হয়ে খুঁজেই চলি
ভুলে যাই ছয়ের পরে সাত।


আমরা হাঁটতে চাইছি আগে
কিছুক্ষন আবার অবসরে,
অবশেষে সেই একই জায়গায়
মন কাঙালের পরিসরে।


আমরা আসলে বিভ্রান্ত
নিজেকে নিয়ে ভাবি না,
অন্যের কথা ভাবতে ভাবতে
মিথ্যে বিশ্লেষণে থামি না।


আসলে কোনটা ভালো হবে
লোহার না সোনার খাঁচা,
দুটোই আসলে বন্দী করে
ভাবনাতেও আমরা অনেক কাঁচা।


আমরা মানুষ ভুল পাহাড়ি
আপেক্ষিকতা ভুলি আগে,
তুলনা টানি ভুল জিনিসে
বিশ্লেষক হতে যোগ্যতা লাগে।