সেই লুকোচুরি খেলা নেই,
আর ছেলেবেলা বেঁচে নেই।
চেনা পুকুরের জলে
কাগজের নৌকাটা
ডুবে গেছে কোনকালে।
আর তো মাঠেঘাটে
ছোটাছুটি খেলা নেই,
ফড়িং এর দল আজ
শহরেতে বেঁচে নেই।
সেই পাখিদের কলতানে
ভোর আর ভোর নেই,
যান্ত্রিক কলরবে বুঝি
পাখি গুলো বেঁচে নেই।
তবুও তো বেঁচে থাকা
জোর করে তাকিয়ে,
সকালের শিশিরেতে
ছেলেবেলা মাখিয়ে।