শুধু ধিক্কার, ছিঃ।
শুভ বুদ্ধির উদয় হোক।
জ্ঞানী বুদ্ধিমান হলেই যে
জ্ঞান থাকবে, বুদ্ধি থাকবে,
এমনটা ভাবাটাই অর্থহীন।
উচ্চ শিক্ষিত হলেই যে
শিক্ষা থাকবে, চেতনা থাকবে
এমনটা ভাবাটাও একটা মূর্খামি।
একটা বিষাক্ত প্রবাহে
বিষিয়ে যাচ্ছে বিশ্লেষণ ক্ষমতা।
তাই একটা অবচেতন মন আর
মানবিক মূল্যবোধের অভাব।
সেটা তো চুরি হয়েছে অনেক আগেই,
যেদিন শিক্ষিত সমাজের
সামাজিক চেতনার মৃত্যু ঘটেছে।
কেমন যেন এলোমেলো,খুব কষ্টের,
যাকে সহ্য হয় না,
তাকেই জোর করে সহ্য করতে হয়।
সত্যিই ভাবনার অবকাশ আর নেই,
মৃতপ্রায় মন সব...
চেতনাহীন জ্ঞানশূন্য।
আরও কয়েকটা প্রজন্মের মৃত্যুতে,
ঘটা করে দাহ উদযাপন হলে,
মিষ্টির ব্যাগ হাতে যাবেও জানি এ সমাজ।
নির্লজ্জের মতো তবু তারা
সরকারি নিমন্ত্রণের অপেক্ষায়।