হারিয়ে যেতে ইচ্ছে করে
অনেক দূরে,
সেই অনেক অনেক দূরে।
একটা মরুভূমি
একটা জীবন যেখানে।
একটা বিশাল সমুদ্র
আর একটা ভেলা যেখানে।
এক খণ্ড মেঘের দিকে তাকিয়ে
অনেকটা খিদে মিটে যাবে।
পলকহীন দৃষ্টি নিয়ে
তাকিয়ে থাকবো,
সেই দূর সীমানার দিকে।
সূর্য উঠবে আর ডুববে।
সেই জনশূন্য সীমাহীনতায়
শুধু আমি একা আর একা।
মরুভূমির তপ্ত বালিতে,
দগ্ধ হওয়ার অনুভূতি
বেশ আনন্দের।
ওই বিশাল সমুদ্রে,
ধীর সমাধির অনুভূতি
বেশ আনন্দের।