একলা ঘর ,আমার চেয়ার
মাকড়সার জালে বিশ্ব চেনা,
সময়ের স্রোতে স্বপ্ন বিলীন
অন্ধকারে আমিও অচেনা।


সেই মলীন চোখ নিঃশ্বাসে বাধা
খুঁজে চলে আমাকে,
কখনো পায়, কখনো হারায়
আমি হারাতে চাইনি যাকে।


একলা মন একলা জীবন
চেনা অচেনার ব্যবধানে,
চোখে কম্পন,কাঁদে অনুভূতি
কিছু শব্দ মানেহীন অভিধানে।