গর্বের শহর গর্ব করার মতো
স্বপ্ন কেনা বেচা চলে অবিরত,
স্বপ্নের ব্যবসায়ী অতি সুনিপুণ
মর্গে তে পিএইচডি কর্মরত।


গর্বের শহর গর্ব করার মতো
মানবিকতার চুরি হয় অবিরত,
ক্ষুধার্ত শিশু রুটি চোর হলে
জনগণ গণপিটুনিতে কর্মরত।


গর্বের শহর গর্ব করার মতো
অনাহারে রাত কাটে অবিরত,
ক্ষুধার জ্বালায় শিশুটা মরলে
নাটুকে শহর শোকপালনে কর্মরত।


গর্বের শহর গর্ব করার মতো
শিশু খাদ্যেও ভেজালটা অবিরত,
অন্যের মৃত্যুতে কি যায় আসে
জনগণ উৎসবে কর্মরত।


গর্বের শহর গর্ব করার মতো
স্বার্থপরতার শিক্ষা চলে অবিরত,
ভেজাল ঔষধে কি এসে যায়
বেশ তো আছি ভোটদানে কর্মরত।