কিসের দরকার কোর্ট কাছারির
যদি আইনটাই না প্রয়োগ হয়,
কিসের দরকার পুলিশ ফাঁড়ির
যদি একলা রাস্তা ভয়ঙ্কর হয়।


কিসের দরকার প্রতিষ্ঠান এর
যদি শিক্ষাটাই না দেওয়া হয়,
কিসের দরকার বই-খাতারই
যদি ই-বুক তেই পড়া হয়।


কিসের দরকার হাসপাতালের
যদি চিকিৎসাটাই না দেওয়া হয়,
কিসের দরকার সিট বাড়িয়ে
যদি মুমূর্ষ রোগী বিতাড়িত হয়।


কিসের দরকার পঞ্চায়েতের
যদি গ্রামোন্নয়নই না হয়,
কিসের দরকার পৌরসভার
যদি রাস্তাটা সাড়াই না হয়।


কিসের দরকার রক্ষকেরই
যদি রক্ষকই ভক্ষক হয়,
কিসের দরকার ভোট গণনার
যদি ভোটগুলো সব মিথ্যে হয়।