এখন সময় দোষারোপের
দোষী খুঁজতে ব্যস্ত সব,
নিজের দোষকে বন্দী রেখে
শুধুই মিথ্যে জীবন কলরব।


আমরা কি চাই তা জানি না
ঠিক ভুল গুলো আর মানি না,
অন্যকে দোষ দিতে দিতে
নিজের দোষটাই গুনি না।


চিন্তারা সব এলোমেলো
আমরা সবাই ভাবছি বেশ,
কোনটা সঠিক না বুঝেই
ঠিকটাকেই তাই করছি শেষ।


দোষারোপে আছে আত্মতৃপ্তি
ঘুমের মধ্যে হয় শান্তি,
সেই পথে তাই একটু চললেই
এসে ঘিরে ধরে ক্লান্তি।