সবাই জানে ভুলই হচ্ছে,
তবু মুখ উঁচু করে বলার সাহস
কারও নেই।
প্রতিবাদ করার কণ্ঠ চুরি গেছে
এক অজানা ভয়ে।
আমাদেরকে ,
এই ভাবেই হয়ত মরতে হবে ।
হাজারটা মৃত্যুকূপ
খোলা আকাশের নিচে ।
জানি দাবানল হবে,
অরণ্যও পুড়বে,
জ্বলন্ত আগুনে ফেলা হবে আমাদের,
আমরা প্রতিবাদ করব না সেদিনও।
মৃত দর্শক হয়ে থাকার অভ্যেস
আরও কয়েক প্রজন্ম থেকে যাবে।
তবু ভুলেরই পুজো হবে,
বছরের পর বছর।
সত্যের পূজারী আমরা নই।