চল একবার,
সেই মেঠো আল ধরে
আবারও হেঁটে আসি।
আর সবুজ দূর্বায় স্বচ্ছ শিশিরে
রঙিন জল আলপনা এঁকে আসি।


চল একবার,
সেই নদীতীর ধরে
আবারও একবার ঘুরে আসি।
আর সেই হালকা স্রোতে আবারও
কাগজের নৌকাটা ভাসিয়ে আসি।


চল একবার,
খোলা আকাশের নিচে
আবারও একবার বৃষ্টিতে ভিজে আসি।
আর বৃষ্টি ভেজা আকাশ জুড়ে
সেই সহস্র রামধনু গুনে আসি।


চল একবার,
অনেক গল্প কথায়
একবার ছেলেবেলা ঘুরে আসি,
রঙিন বেরঙিন স্মৃতি ঘুরে ঘুরে
আবারও একবার জোর করে হেসে আসি।