মৃতদেহ আজ লাইন দিচ্ছে
পুড়তে চাইছে আগে,
সরকার তুমি মুখাগ্নি করো
মৃতদেহ না জাগে।


পারলে আরও দাহঘর করো
তোমার আছে ওটাতেই জয়,
মানুষ মরলে তোমার কি
শুধু মানুষ বাঁচলেই ভয়।


মৃতদেহ রাখো সোনার খাঁচায়
আর মৃত্যুর আগে কল্পনায়,
তোমায় বোঝা মুশকিল ভারি
চিতা আঁকো তুমি আল্পনায়।


তুমিও একদিন মৃতদেহ হবে
এই প্রকৃতির নিয়ম খেলায়,
তোমার দেহ পচে গলে যাবে
নাম লেখাতে হবে আগুনবেলায়।