আজকে রক্তবাষ্প মেঘে
                  আকাশটা ঢেকে যায়,
আজকে কঠিন মন খারাপে
                  রামধনু মুছে  যায়।


আজকে গাছের সবুজ পাতা
                  রক্ত ছুঁয়ে যায়,
আজকে তৃণ ভূমির দেশে
                 ফড়িংটা মরে যায়।


আজকে আমার দেশের ভূমি
                 মিথ্যায় ভেসে যায়,
আজকে কঠিন কঙ্কাল দেহে
                 আবেগেরা অসহায়।


আজকে রাস্তার মিথ্যে ঝড়ে
                 শব্দেরা তোতলায়,
আজকে তাইতো পায়ের শব্দ
                 গতিপথ বদলায়।