আজকে ,
সত্যিকারের প্রতিবাদের ভাষা কোথায়?
মানুষ হারিয়ে ফেলেছে অনেক দিন আগে,
মেরুদন্ড বেঁকেছে এক অজানা শক্তিতে।
শান্ত প্রিয় হয়ে বেঁচে থাকার আশায়,
আর কিছু পাওয়ার প্রত্যাশায়।
এত ভয় কিসের? হারিয়ে যাক না সব,
কী এসে যায় তাতে? সব এলোমেলো হোক,
আর একবার চতুর্দিক।
নতুন করে সাজাতে পারবো তো আমরা,
ভয় কিসের? শুভ চেতনা হোক মানুষের।
প্রতিবাদ হোক জোর গলায়
আমরা ভিক্ষা চাই না, প্রাপ্য ফিরিয়ে দাও।
প্রতিবাদ হোক জাতিগত সংরক্ষণ এর বিরুদ্ধে,
শুধু মানুষ জাতিটা টিকে থাক সবুজের বুকে।
প্রতিবাদ হোক কৃষক অবহেলার,
আমরা অমানুষ থেকে মানুষ হই আরেকবার।
প্রতিবাদ হোক অনুন্নয়নের,
জোর গলায় চেঁচিয়ে বলি
রাজনীতি হোক উন্নয়নের।
কিসের দরকার মিথ্যে প্রলোভনের,
আর কিছু অর্থের বিনিময়ে
দুটি পায়ে শিকল জড়িয়ে দেওয়ার।
তাই প্রতিবাদ হোক জোর গলায়
স্বাধীনভাবে বাঁচার,
প্রতিবাদ হোক অশিক্ষার বিরুদ্ধে,
একটি নতুন আলোর জাগরনে।
আর মানুষ শিক্ষিত হোক প্রতিবাদের ভাষায়
ভন্ড চোখের বিরুদ্ধে।