তুমি না থাকলে সত্যি আকাশ কালো
চিরস্থায়ী সূর্যটাই ডুবে যেত,
আবার তুমি আছো বলেই
সারাক্ষণ ভয়,বেঁচে থাকাটাই অনভিপ্রেত।


হাঁটবো না থামবো বুঝে ওঠা যায় না
গোলাপের পাপড়িটা রঙ খুঁজে পায়না,
রক্তের বাষ্পতে সেও তো প্রভাবিত
প্রজা হয়ে স্বাধীনতা চাওয়া যায় না।


সত্যি তোমায় সমীহ করার মতো
মন্দিরে দেবতার আসনে বসালেই হয়,
আজকে ক্ষুধার্ত পেটে শুধু লাথি পড়ে
শিক্ষারও অপঘাতে মৃত্যু হয়।


তুমি আছো বলেই পাগলেরা আজও
ক্ষুধার্ত পেটে ডাস্টবিনেতে ঘোরে,
তোমার ভয়েতে সৎ মানুষেরাও
হাজারটা দুঃস্বপ্ন দেখে ভোরে।


আজকে আবার আকাশটা রঙিন হোক
মরুভূমিটাও সবুজেতে ভরে উঠুক,
আজকে আবার একবার পুনর্জন্ম হোক
তোমার হৃদয় মন বিকশিত হয়ে উঠুক।