যখন আমি হারিয়ে যাই
হাজারো চোখের ভিড়ে,
আমি আছড়ে ফেলি
সেই আমাকেই,
ওই চেনা ঘরের লাল চেয়ারে।
অন্ধকার ঘর
হাজারো প্রশ্নের ঠোকাঠুকি,
অনুভূতির সৃষ্টি গহ্বরে।
না জানা উত্তরের
তীব্র কামড়ে আমি
মরতে বসেছি।
হঠাৎই দম বন্ধ হয়ে যায়
প্রশ্নের ভিড়ে ,
পৌঁছেও মৃত্যুর কাছাকাছি
আসি আবারও ফিরে।
নুতন ভাবে বেঁচে থাকার স্বপ্নে
সেই চেয়ারে
ঘুমের মধ্যিখানে।