স্বপ্নের হাট আমার দেশে
টাকা ছুঁড়ে কেনা যায়,
বিবেক বেচলে স্বপ্নপূরণ
আমরা তো অসহায়।


স্বপ্ন কিনতে চাইলে আগে
নিজেকে বেচতে হবে,
ভিন্ন স্বাদের স্বপ্ন চাইলে
বুকিং করতে হবে।


কয়েকটা আছে অনেক দামি
চাইলেই পাওয়া যায় না,
ফেরিওয়ালার হিসেব বলে
সবাইকে দেওয়া যায় না।


স্বপ্নের হাটে দালাল ঘোরে
কমিশন পাবে বলে,
নিজের ভাইকেই বেচে দেবে
মিথ্যে বলে বলে।


স্বপ্নের হাটে সদস্য আছে
জিতে আসে ওরা টিকিটে,
তোমার স্বপ্ন বেচা কেনায়
তেল মালিশ চলে টিকিতে।


আমরা তো সব জেনে বুঝেই
পা ফেলে চলি অবিরাম,
দেশের মাটি আগাছায় ভরে
তবু জাগরণে আছে বিরাম।