এ পৃথিবী যতই খুঁজুক
আমার স্মৃতির ঘর,
অন্ধকারের ছায়া আমায়
বলবে শুধু মর।


হেথায় আমি হারাই শুধু
নিশীথের স্পন্দন মাখো,
নীল সাগরের পাড়ে
আমার ইচ্ছে জাগিয়ে রাখো।


আমি অকালের ডাকে একা একা
ভোরের শূন্যবেলা,
কালো পেঁচার ডাকের মাঝে
এসে গেছে কালবেলা।


শেষ বেলা ওই আসবে যাবে
স্মৃতির খেলাঘরে,
নতুন বাতাস ছোঁয়ায়
তখন প্রাণের পরশ ঝরে।


ভেবোনা আমি হারিয়ে যাবো
এ পৃথিবী শূন্য শুধু রবে,
আমার মৃত্যু ছায়ায়  
ঘন আলোক ভরে যাবে।


এ জীবনে কিইবা আছে
সত্যি শুধু স্বপ্ন হারাবে,
তাইতো তুমি সাজাও চিতা
আমায় পুড়াবে।