চাইনি কোনো দিন, এই  বসন্তে
কোন এক অকাল গ্রীষ্মের আগমনে
নদী শুকিয়ে উঠে আসুক বেদনার চরা।
যে চরার বুকে বসে গ্রীষ্মের প্রখর তাপে
নিজে পুড়ে চলেছি, দিনের পর দিন
রাতের পর রাত।



ভাবিনি কোনোদিন, গভীর রাতে
অকাল শ্রাবনের আগমনে
ভিজতে হবে নিজেকে  প্রতিটা মিনিটে প্রতিটা প্রহরে
অবিরাম ভিজতে ভিজতে একসময় ডুবে যাই আমি
বিষন্নতার সুগভীর সাগর মাঝে
তবুও বাঁচার জন্য চেষ্টা করি
কোনো কিছু আঁকরে ধরবার
বদলে ????
কেবল হাতরে পাই শূন্যতাকে।।


---------------------