আমার প্রিয় শহর আজ আর চেনা নেই
বাঁকে বাঁকে মৃত্যু পরোয়ানা নিয়ে
দাঁড়ায় প্রাচীন জল্লাদ


হাতের রেখার মতো চেনা পথগুলো
আকস্মিক বদলে ফেলে গতিপথ
মৃত্যুপুরী তার গন্তব্য


প্রিয় শহরের প্রিয় সিনেমাহলে
আজকাল আর বিনোদিত হতে
যায় না আমার পড়শিরা
ভয়ংকর মৃত্যু দৃশ্য তাদের
দিশাহারা করে।


অবুঝ শিশু অথবা বৃদ্ধের লাশ
অচেনা  অন্ধকারে ছুড়ে ফেলে
আমার অস্তিত্ব- আমাকে।


এসিডে ঝলসে যাওয়া তরুণীর
মুখের মতো বিকৃত এখন
চেনা শহরের মুখ,
ভীষণ  অচেনা-ভীষণ  অচেনা!