*
শরত পাখি উঠলো ডাকি বনে
উচ্ছলিয়া উঠলো আবেগ মনে
শিউলির ঘ্রাণ
করে আনচান
হাতে হাত রাখি,নাচে সখীগনে।


*
আসি আসি করে ঐ হেমন্তের কাল
মেঘফুল নিয়ে হাতে শুভ্র সকাল
হালকা কুয়াশা
আলোর ধোঁয়াশা
সময়ের হাত ধরে বিদায়ি বিকাল।


*
সময়ের হাত ধরে বিদায়ি বিকাল
ডুব দেয় নদী তীরে গোধূলি কাল
পথিক যায় ফিরে
মায়ার আঁচল ঘিরে
উঁকি দেয় পুবাকাশে স্নিগ্ধ সকাল।