আমি মরি না কোনোদিন বুলেট ফুঁড়ে আমার শরীরে সহস্র ছিদ্র অনাবৃত কাঁটা প্রতিটি রোমকূপের রন্ধ্রে রন্ধ্রে তবুও রক্ত নামক যে তরল শরীরে বইছে চিরন্তন তার আস্বাদে আমার পিশাচ বন্ধুগন অনুপ্রানিত তোমার মনের নিগাঢ় ভালোবাসা ছুড়ে মারলেও আমি মরি না  ওরা যখন সারি সারি ঝুপড়ি কামিন বস্তিগুলো নিমেষে দুমড়ে মুচড়ে দিয়ে বানাতে চাই তেরো তলা শুধু তখন আমার মরতে ইচ্ছে করে কিন্তু আমি মরি না  চায়ের দোকানের পেছনে পাগলটাকে যখন ওরা ঢিল ছুঁড়ে মারে তখন আমার প্রতিবিম্ব নড়ে ওঠে  তারপর আমায় হাজার সকাল উপহার দাও খুশি হব না একশ কোটি কালো রাত্রি অভিশাপ দাও শঙ্কিত হব না কিন্তু মুহুর্তের জন্যও যদি সেই অন্ধকারে কোনো নারীকন্ঠের তীব্র আশ্লেষ মিশ্রিত আওয়াজ আমি পায় তবে ছারখার করে দেব এই লীলাভূমির পার্থিব বৈচিত্র  তখনও স্বয়ং কৃষ্নের সারেঙ্গি দিয়ে যদি তোমরা আমায়  আঘাত কর আমি বিন্দুমাত্র বিচলিত হব না আরো হাজারটা সভ্যতার জন্ম দাও আমি আমৃত্যু কখনও মরব না