সত্যটা কি ?
আসলে সত্যতা হল একটা চুপসে যাওয়া কিশমিশ
মিথ্যের রসে ভিজলেই আকারে বাড়ে
প্রতিশ্রুতি আর এক প্রতারক
গাছের মতো দাঁড়িয়ে থাকে
বৃষ্টিতে ভেজে  
রৌদ্রে পোড়ে
  শিরদাঁড়া সোজা করতেই পালায় অন্ধকারে  আবছা আলোর মতো সাময়িক মরীচিকা
খানিকটা সময় বরং প্রেমহীন থাকি
ভালবাসি হুঁশহীন  জীবেদের
তারা দুমুঠো খাবার চাই মুখ তুলে দিয়ে গলায় আদর খায়
প্রতিশ্রুতি বোঝে না সত্যের মতো চুপসে থাকে না  মিথ্যের রসে ভেজায় না
শুধু প্রতিদানের সুযোগ খোঁজে


মানুষ জাতটার একটা ধর্ম আছে  গিরগিটির মতো রং পাল্টানো
মানুষ জাতটার একটা লোভ আছে  অজগরের মতো গিলে খাওয়ার
শ্রেষ্টতম জীব
যার শিরায় শিরায় বিষ
দংশনে সাপকেও হার মানায়
বৃষ্টিতে ছাতা ধরে
রৌদ্রে ছায়া খোঁজে  আর
সুযোগের অপেক্ষায় হাজার বছর বরফ হয়ে জমে থাকে
এক মুহূর্তে বরফজমা হাতে টিপে ধরে আর এক সভ্যতার টুঁটি
লোপাট সব প্রমাণ
নিশ্চিত বিজয়


ভালবাসলাম যে কুকুরটাকে  লেজ নাড়িয়ে জানায় পাশেই আছে
রোজ সকালে জল দিতাম যে গাছটাই
নীরবে মাথার উপর দাঁড়িয়ে আজও শান্তির ছায়া দিচ্ছে
অবহেলিত যে ডায়রিটায় ধুলো জমেছে সে স্মৃতির কাছে ফিরিয়ে নিয়ে গেলো


যে মান-হুঁশের কাছে বিশ্বাস টা রেখে ছিলাম সুখ-দুঃখের ভাগ দিয়েছিলাম
শুধু দুঃখটাকে বুকের মধ্যে সাজিয়ে চলে গেছে অনেক দূরে...