বাবা ভোলেনাত, আজ তোমার মাথায় জল দুধ ঢালবে অগণিত নারী l
তোমার মতো গাঁজা মদ খোর বর চাইবে কতো না শাড়ি স্কার্ট জিন্স পরিহারি l
স্নান করাবে তোমায় স্বমহিমায়, মুছিয়ে দেবে গা l
করবে তোমায় নিয়ে সংসারের সহস্র প্রতিজ্ঞা l
উন্মুক্ত হবে কুমারী-সধবার শিল্পশৈলী,
নরম হাতে স্পর্শ করবে তোমার পদধূলি l
বরন করবে স্বামী রূপে, নীলকণ্ঠ তোমার রূপ l
স্বামী যেন হয় তাদের,তোমারই প্রতিরূপ l
সকালবেলায় জলকেলি, স্নিগ্ধ নিমজ্জন
উৎসব তাই দিকে দিকে আজ মিলনের আমন্ত্রণ l
সবশেষে যৌবনের মাহেন্দ্রলগ্নে, করবে যখন বিয়ে
ভুলে যাবে তারা শিবরাত্রি, চাকুরে বা ব্যবসায়ী পাত্র পেয়ে l
জগতে যেমন প্রতিবার আসে তোমাকে পাওয়ার ব্রত,
সংগোপনে মেনে নেয় তারা অশিবদের অবিরত l
ধোঁকা দেয় তোমায়,ছাইভস্ম রূপ কে পেছনে ফেলে
এগিয়ে চলে বাবার দেখা সৎ পাত্র পেলে l
জগত পরিত্রাতা তুমি নীরবে সও অপমান,
ভালবেসেও তোমাকে ভুলে যায় ওরা স্বার্থপর বেইমান l
তবুও তুমি শিয়রে তোমার ঢালাও মিথ্যে স্বপ্নের জল,
দুনিয়ায় চলছে, তোমার মতো প্রেমিকদের বোকাবানানোর ছক অনর্গল l
তুমি তবু মহাদেব সইছো সকল ব্যাথা,
কেউ জানেনা হৃদয়হীনারা, তোমার কষ্টের কথা l
যুগে যুগে তুমি শক্তি দিয়ো, প্রেমিকদের এই অন্যায় সইবার l
তুমি পুরুষ-কষ্ট পরিত্রাতা তুমি অনুপ্রেরণা সবার...llll