আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ l


ইতিহাস বদলেছে
বদলাতে হব আমাকেও l
লাল কাঁকড়ার দল বাসা পাল্টেছে,
তুমিও গুছিয়ে ফেলছ ছেঁড়া বইয়ের পাতাগুলো,
পুরনো তাক টা এখনো ধূলোমাখা l


বিকেল নামল আমার জানলায়
সময় টা আদতে সকাল
সূর্য উঠেছে অনেকক্ষণ l
আমার আকাশে ভরা অমাবস্যা
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ l
আকাশ যদিও মেঘলা
বৃষ্টি নামতেও পারে l


পাখিরা সবে ফেরা শুরু করেছে ঘরে
অথবা ওরা যাযাবর
আমার ঠিক জানা নেই l


মাথার পোকাগুলো নড়ে উঠলো আবার
বিপর্যয় বোধহয় আসন্ন
নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি চন্দ্রগ্রহণ দেখব,
দেখব কেমন করে রাহু গিলে ফেলে চাঁদকে l
কৌতুহল প্রকট l


যেভাবে তুমি গিলে ফেললে আমাকে সেভাবে নয়তো ????