রক্তের স্বাদ পাচ্ছি জিহ্বায়,  অন্তরীক্ষ জুড়ে বুভুক্ষু শয়তান বিরাজমান
সাময়িক যে শান্তির খোঁজে শ্মশানের মৃত খুলির সাথে সখ্যতা, মুহূর্তেই তা উদীয়মান l
আসলে মৃতরাও আজকাল জীবিত, শুধু মরার অভিনয় করে, বেফাঁস পথ চলা হলেই টুঁটি চেপে ধরে l
ক্লান্ত অবহেলিত শরীরটাকে এবার টেনে হিঁচড়ে সোজা মর্গে
অবাক করা শান্তি মনে হলো সত্যি সবাই ঘুমন্ত পৌঁছলাম স্বর্গে l
জড়তা কাটল মরে এতো সুখ জানা ছিল না আগে ভাবতাম মৃত্যু ভারী কষ্টের,
কথা বলছিল না কেও আমার কষ্ট জানাবো কাকে ধুস সব নষ্টের l
পৃথিবীর যত পাপীরা সোনার শয্যায় ঘুমরত, পূণ্যবানরা তাদের নিতান্তই দাস
ঘাবড়ে গেলাম সৃষ্টি কর্তার সৃষ্টিতে এখানে মৃত্যুতেও ইশ্বরের রাজনৈতিক পরিহাস l
বেঁচে থাকাও তবে তারই  চক্রান্ত মৃত্যু বেঁচে থাকার নির্মম সাজা
খুঁজছি শান্তি আজও বেঁচে থেকেও মরে গিয়েও সর্বত্র তিনিই রাজা l
আমারা মানুষেরা রঙ্গ মঞ্চের ক্রীতদাস অথবা তার হাতে গড়া মাটির পুতুল,
সোজা পথে বাঁকা সাফল্য বাঁকা পথে সঠিক পরিণাম ভুল টা ঠিক আর সবটাই ভুল l
মানুষ জন্মটাও নিঃস্ব মৃত্যু টাও পরিহাস অথবা চিরন্তন জীবনটাই ছলনা l
অভিনয় আমার আসে না  তাই কুকুর হতে বোলো আর কখনও মানুষ হতে বোলো না l