সময়টা বড় অদ্ভুত
কথা ছিল হাসির পৃথিবী গড়ার
দুঃখের তাকলামাকানে অশ্রুর সমুদ্র গড়ছি l


চিত্কারে ঘুন লেগেছে
বাস্তবের রাস্তায় নেমেছে শরীর
ক্লান্ত, শীর্ণকায় l


যাবজ্জীবন নির্বাসিত
আমি
অথবা আমার পথচলা l


শেষবার অবধি তাকিয়ে ছিলাম লাল চোখে,
ক্রমশই তা ঘোলাটে l
হয়তো এভাবেই পুরাতনের শল্কমোচন,
নতুনের জন্ম l


অথচ রক্তঝরা ইতিহাস রাজকীয় নায়কদের পুরষ্কার দেয় l
নায়ক বিরোধী শক্তি ক্রমাগত পরাজিত l


এখানে সভ্যতা জয়ের l
পরাজিতের লাঞ্ছনা, অপমান l


আসতে আসতে রৌদ্র ফিরবে l
আবার শঙ্খ চিলের অথবা শালিকের বেশে,
লুকিয়ে থাকবে অন্ধকার,
সময়ের অপেক্ষায় l