হায়, প্রকৃতি তুমি আর কেঁদো না
চারিদিকে বিষ ছড়িয়ে দাও নির্দ্বিধায় l


হায়, চাঁদ তুমি আর অপেক্ষায় থেকো না
ফিরে যাও অনেক দূরে দিগন্ত পারে l


আমিও অন্ধকারে নিজেকে সাজিয়ে নিতে শিখেছি l


হায়, সমুদ্র তুমি আর অভিমান করে থেকো না
শান্ত করো নিজের ঢেউ l


হায়, বাউল তুমি পথে পথে ঘুরিয়ো না আর
নীরবে আশ্রয় নাও কোনো বটবৃক্ষের ছায়ায় l


আমিও ঘুমিয়ে পড়েছি সর্ষের জমিতে l


হায়, বৃষ্টি কেঁদো না আর অঝোর ধারায়
লুকিয়ে যাও মেঘেদের কোলে l


হায়, পুরুষ ভালবেসো না কোনো নারীকে
অঙ্গার রূপে শরীর ও মন কে পোড়াও l


আমিও পুড়িয়ে ফেলেছি নিজেকে l


হায়, নারী ছলনাময়ী হেসো না কুমিরের মতো
তোমার হাসিতে প্রানঘাতী অনেক হৃদয় l


হায়, নদী তোমার বুকে গড়ে তোলো নতুন এক পৃথিবী
নতুন করে প্রতিচ্ছবি আনো মানুষের l


আমি মুখোশ টাকে সযত্নে সরিয়ে নিয়েছি l