তোমার জন্য বিশ্বাস ভেঙ্গে আবার গড়েছি নতুন পুতুল l
নরম মাংসে স্তন গড়েছি,
ঘাস ছিঁড়ে লাগিয়েছি তোমার গোপন ডেরায় l
নিশ্বাসের থেকেও বেশি ঘন তোমার ঘামের গন্ধ,
মেখেছি আমার সারা শরীরে l
সমুদ্রের মতো ঢেউ বয়ে এনেছি রোমকূপের গোড়ায় l
অথচ ভালবাসা গরমের গান গাইতে গাইতে হারিয়ে গেছে সহস্র যোজন দূরে l
বরফ চেপে ধরেছি তোমার বুকের বিভাজিকায় l
উন্মত্ত শীৎকারে তুমি নারী হয়েছ l
শিরায় ঢেলেছি কামনার বিষ,
তুমি নরম তুলোর মতো হতে চেয়েছ l
সৃষ্টির ইতিহাস হাতরে আমি জলন্ত কাঠ হতে শিখেছি l
তবুও তুমি ঊরু ডুবিয়েছ ক্লান্ত হিমবাহে l
নিখাদ সোনার মতো ভালবাসা পুড়ে যায় আর্থিক অনটনে,
আমার জানা ছিলনা প্রেমের থেকেও বাস্তব অনেক বড় l
আমার পুতুল আজ স্বমহিমায় প্রতারকের গাঢ়ত্বে সুখ খুঁজে পেয়েছে l
আমি বারংবার উন্মাদ হয়েছি l
তোমার গোপনতার রহস্য লুকিয়ে রেখে, নগ্ন করেছ মাংসল শরীরখণ্ড l
খয়েরি বিন্দুতে নেশার খোরাক দিয়েছ l
অন্তর্বাসের ঘেমো গন্ধ লেগে আমার আমবাগানে l
ইটের ভাটার মতো পুড়ে লাল হয়েছে আমার স্বপ্নের রঙ l
তুমি নিজেকে সরিয়ে রেখেছ, শহরের মিউজিয়ামে l
পোড়া মাটির আদলে বানিয়েছি কয়েকশো মূর্তি,
ফুর্তি করেছ সংক্ষেপে l
সন্দিগ্ধ চোখে চেয়ে থেকেছে, নিষ্পাপ হতে পারোনি এখনও l
নৌকার দাঁড় ছেড়ে পালে হাওয়া লাগিয়ে গতি পেয়েছ l
গন্তব্যে পৌঁছনো তোমার বংশের ঐতিহ্য, অক্ষুণ্ণ রেখেছ চিরন্তন l
মোমবাতির নিচে হাত পেতে যতটুকু মোম কুড়িয়েছি, সবটুকু মিশিয়ে দিয়েছি তোমার নির্মাণে l
এখন আমি নিঃস্ব l
তুমি সর্বশক্তিমতি হও l