ভাল্লাগে না জীবন-যুদ্ধ, ভাল্লাগে না মরণ
ভাল্লাগে না অবাঞ্ছিত একাকি প্রতিসরণ l
তবুও প্রেম টলতে টলতে সোহাগ সেজে ওঠে ,
তবুও জীবন পাওয়ার নেশায় মত্ত হয়ে ছোটে l
বাতাসে গানের সুর ভেসে যায় ,
আকাশে ধোঁয়া যেন মিশে যায় l
খারাপ লাগার জীবন মরণ মিথ্যে হলেই পারত ,
সিগারেটের স্পর্শ ঠোঁটের আগায় লেগে থাকত l
নির্ভয়ে টান সুখের নেশায় ফুসফুস ক্লান্তিহীন,
গরীব গুলো ভাত খেত না টানতো প্রতিদিন l
মদের বোতল নিষ্পাপ হতো সরল শিশুর মতো ,
গরল পানে ভুলিয়ে দিতাম পুরনো সব ক্ষত l
শরীর যদি বরফ হতো গলার পড়ে জমতো ,
জমার পড়ে তরল হয়েই আবার মানুষ গড়তো l
ঈশ্বরের ওই পাশার মতো আমরা শুধুই ঘুরছি ,
জীবন টাকে যুদ্ধ ভেবে কিসের আশায় উড়ছি ??